কালুরঘাট সেতুর টোল বৃদ্ধিতে স্মারকলিপি: যানচলাচল স্বাভাবিক

কালুরঘাট সেতুর টোল বৃদ্ধিতে টেম্পু শ্রমিকদের প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করেন টেম্পু শ্রমিক ইউনিয়ন। এসময় নির্বাহী অফিসারের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়। অাজ ২৫ মার্চ বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করেন। এব্যাপারে টেম্পু শ্রমিক ইউনিয়নের সম্পাদক মোঃ সেলিম জানান, সকাল থেকে অামরা গাড়ী বন্ধ করে প্রতিবাদ জানায়েছি এবং উপজেলা নির্বাহী অফিসারের অান্তরিকভাবে অামাদের সাথে অালোচনা করেন এবং এমপি মহোদয়ের সাথে বৈঠক করে সিদ্ধান্ত হবে অামরা তা মেনে নিয়ে বিকাল ৫টা থেকে গাড়ী বের করি। কালুরঘাট সেতু পারাপারে ইজারাদার অযৌক্তিকভাবে টেম্পু থেকে ৪০ টাকা টোল নিচ্ছে। হঠাৎ করে ১০ টাকা বাড়ানোর প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত একরামুল সিদ্দিকী জানান, কালুরঘাট সেতুর টোল বৃদ্ধি ব্যাপারে টেম্পু শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ সাথে অামার কথা হয়েছে, অাগামী ২৭ তারিখ এমপি মহোদয় অাসবেন উনার সাথে বৈঠকে পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পূর্বের ন্যায় টোলের ভাড়া ঠিক থাকবে।