চবিতে ১০ শিক্ষার্থীর মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ

সহপাঠীর জন্মদিন পালন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এসে ১০ শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, মুখোশ পরা একদল ছিনতাইকারী ৬টি মোবাইল ফোন ও নগদ প্রায় দুই হাজার টাকা কেড়ে নিয়ে যায়।

সোমবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জের পাশে পামবাগানে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আক্তারুজ্জামান বলেন, “ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে তল্লাশি করে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।”

ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীদের কয়েকজন জানান, পামবাগানে ১০ শিক্ষার্থী একজন সহপাঠীর জন্মদিনের অনুষ্ঠান করছিল। হঠাৎ মুখোশ পরা ৪ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের কাছে আসে। ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

জানতে চাইলে চবি’র প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, আমাকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। আমি পুলিশকে খবর দিয়েছিলাম। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে এনেছে। ঘটনাস্থল বিশ্ববিদ্যালয় সীমানার বাইরে। প্রায়ই শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে দূরে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়। তাদের সচেতন হওয়া উচিৎ।