এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে ডিম ছেড়েছে রুই জাতীয় মা মাছ। বুধবার (২৬ মে) দিবাগত রাতে হালদা নদীর নাপিতের ঘোনা থেকে আজিমের ঘাট এলাকায় ডিম ছাড়ে কাতলা, রুই, মৃগেল, কালবাউশ জাতের মা মাছ।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি বলেন বৃহস্পতিবার প্রথম প্রহরে হালদায় ডিম ছেড়েছে মা মাছ। এখন নাপিতের ঘোনা থেকে আজিমের ঘাট এলাকায় ডিম পাওয়া যাচ্ছে বেশ, এ পরিমাণ ক্রমশ বাড়ছে।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2361064014005427&output=html&h=327&adk=2153469942&adf=3853972651&pi=t.aa~a.829776362~i.9~rp.4&w=393&lmt=1622061262&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2711853851&psa=1&ad_type=text_image&format=393×327&url=https%3A%2F%2Fwww.newschattogram24.com%2F354058%2F&flash=0&fwr=1&pra=3&rh=295&rw=353&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1622061262489&bpp=8&bdt=4242&idt=-M&shv=r20210517&cbv=%2Fr20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dcc3d11f58d08a97d-22b62610f6c80079%3AT%3D1622061262%3ART%3D1622061262%3AS%3DALNI_MY93GqJhQX1w9aeI2uW0CFjD9RYFw&prev_fmts=0x0%2C320x50%2C300x250%2C300x250&nras=2&correlator=7338473363369&frm=20&pv=1&ga_vid=536566693.1622061262&ga_sid=1622061262&ga_hid=1911276686&ga_fc=0&u_tz=360&u_his=1&u_java=0&u_h=873&u_w=393&u_ah=873&u_aw=393&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=1301&biw=393&bih=745&scr_x=0&scr_y=0&eid=31060474&oid=3&pvsid=673204406260430&pem=901&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C393%2C0%2C393%2C745%2C393%2C745&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=5&uci=a!5&btvi=3&fsb=1&xpc=SFm9jiXjFc&p=https%3A//www.newschattogram24.com&dtd=48
নদীর দুইপাড়ে মাছের নিষিক্ত ডিম সংগ্রহে বংশ পরম্পরায় অভিজ্ঞ জেলেরা অপেক্ষা করছেন। বিগত দিনগুলোতে ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ পাচ্ছিল না মা মাছেরা। আজ প্রকৃতি মা মাছদের এনে দিয়েছে সেই মাহেন্দ্রক্ষণ।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2361064014005427&output=html&h=250&slotname=5070213728&adk=2097694547&adf=3853972651&pi=t.ma~as.5070213728&w=300&lmt=1622061261&psa=0&format=300×250&url=https%3A%2F%2Fwww.newschattogram24.com%2F354058%2F&flash=0&wgl=1&dt=1622061261059&bpp=2&bdt=2812&idt=916&shv=r20210517&cbv=%2Fr20190131&ptt=9&saldr=aa&abxe=1&prev_fmts=0x0%2C320x50&nras=1&correlator=7338473363369&frm=20&pv=1&ga_vid=536566693.1622061262&ga_sid=1622061262&ga_hid=1911276686&ga_fc=0&u_tz=360&u_his=1&u_java=0&u_h=873&u_w=393&u_ah=873&u_aw=393&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=47&ady=1465&biw=393&bih=745&scr_x=0&scr_y=0&eid=31060474&oid=3&pvsid=673204406260430&pem=901&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C393%2C0%2C393%2C745%2C393%2C745&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=muEmKFHAkK&p=https%3A//www.newschattogram24.com&dtd=924
আজ বুধবার দিবাগত বৃষ্টিভেজা রাতে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদায় ডিম ছাড়তে শুরু করে মা মাছগুলো।
সকাল থেকে হালদার পাঁচটি পয়েন্টে সেই ডিম সংগ্রহ শুরু করছেন সংগ্রহকারীরা। এ মাসের শুরু থেকে পূর্ণ প্রজনন মৌসুম শুরু হওয়ায় নদীতে অপেক্ষায় ছিলেন ডিম সংগ্রহকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা ধারণা করেছিলেন, বজ্রপাতসহ ভারী বৃষ্টি হলে আজ বুধবার জোয়ার কিংবা ভাটার সময় নদীতে মা মাছ পুরোদমে ডিম ছাড়া শুরু করতে পারে। কারণ, এখন নদীতে মা মাছের আনাগোনা শুরু করেছে।
গতকাল রাতে নমুনা ডিম ছেড়েছিল মা মাছ। এর পর থেকে অপেক্ষা করতে থাকে ডিম সংগ্রহকারীরা। মূলত হালদার কাগতিয়ার আজিমের ঘাট, খলিফার ঘোনা, পশ্চিম গহিরা অংকুরী ঘোনা, বিনাজুরী, সোনাইর মুখ, আবুরখীল, খলিফার ঘোনা, সত্তারঘাট, দক্ষিণ গহিরা, মোবারকখীল, মগদাই, মদুনাঘাট, উরকিচর এবং হাটহাজারী গড়দুয়ারা, নাপিতের ঘাট, সিপাহির ঘাট, আমতুয়া, মার্দাশা ইত্যাদি এলাকায় ডিম পাওয়া যায় বেশি।

গত কয়েক দিনে সরেজমিনে দেখা গেছে, দুই উপজেলার ৪টি সরকারি হ্যাচারি ও ১৪৫টি মাটির কুয়ায় রেণুপোনা ফুটানোর জন্য নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন প্রশাসন ও সংগ্রহকারীরা। প্রশাসন ও নদীর গবেষকদের ধারণা, এবার নদীর পরিবেশ গত ২০ বছরের মধ্য সবচেয়ে বেশি নিরাপদ। এ কারণে এবার ডিম সংগ্রহের পরিমাণ বাড়তে পারে। তবে এ বছর দীর্ঘ সময় থেকে বৃষ্টিপাত বন্ধ থাকায় শঙ্কাও তৈরি হয়েছে। কারণ, ডিম ছাড়তে মা মাছ বজ্রপাত আর বৃষ্টির অপেক্ষায় থাকে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন নদীতে মা-মাছ আনাগোনা করছে, সেহেতু এসব মাছের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যাতে মা-মাছ শিকার করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হয়েছে। ডিম থেকে রেণু ও পোনা তৈরির জন্য হ্যাচারিগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। বুধবার রাতে হালদায় ডিম ছেড়েছে মা মাছ,নয়াহাট এলাকায় ৩/৪ কেজি করে ডিম পাচ্ছেন বলে দাবী ডিম সংগ্রহকারীদের।
উল্লেখ্য, সাধারণত চৈত্র থেকে বৈশাখ মাসে অমাবস্যা, পূর্ণিমা ও অষ্টমী তিথিতে প্রবল পাহাড়ি ঢল ও শীতল আবহাওয়ায় হালদা নদীতে কার্প জাতীয় মাছ ডিম ছাড়ে। নমুনা ডিম মা মাছের প্রাকৃতিক প্রজননের জন্য প্রস্তুতির আভাস। অনুকূল পরিবেশ তৈরি হলেই মা মাছ ডিম ছাড়ে।