গ্রাম প্লাবিত হওয়ার খবরে ছুটে গেলেন ছাত্রনেতা শওকত

পেকুয়া প্রতিনিধি কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে বেড়িবাঁধ ভেঙে স্বাভাবিক জোয়ারের চেয়ে অতিরিক্ত পানিতে ঘরবাড়ি প্লাবিত হয়েছে রাজাখালী ইউপির বেশ কয়েকটি গ্রাম। বুধবার সকালে ওই ইউপির সুন্দরী পাড়া এলাকার এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে সাধারণ জনগণের অসহায় দুঃখের কথা তু্লে ধরে সহযোগিতা কামনা করেন। ফেসবুক লাইভের ঘটনাটি দৃষ্টি আকর্ষণ হয় জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক পেকুয়া উপজেলার বারবাকিয়ার সন্তান এইচএম শওকতের। তাৎক্ষনিকভাবে ঐ জায়গায় ছুটে যান তিনি। ওই সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে শ্রমিক দিয়ে বেড়িবাঁধ উঁচু করে নির্মাণ করে জোয়ারের পানি থেকে প্রাথমিকভাবে ঘরবাড়ি রক্ষা করার জন্য নগদ টাকা দিয়ে সহযোগিতা করেন। জেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক এইচএম শওকত বলেন, রাজাখালীর সুন্দরী পাড়ার এক ব্যক্তি ফেসবুক লাইভে গ্রামে ঘরবাড়ি প্লাবিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। এ ঘটনাটি আমার দৃষ্টি আকর্ষণ হয়। সাথে সাথে আমি গিয়ে তাৎক্ষনিকভাবে অর্থ সহায়তা দিয়ে বেড়িবাঁধটি সংস্কার করে দিয়েছে। স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করার জন্য পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহর সাথে কথা বলেছি। উনি খুব দ্রুত ঐ সমস্ত নিচু বাঁধগুলো শক্ত টেকসই করে নির্মাণ করার আশ্বাস দেন। এই সময় উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম টিপু, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।