বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আরকান সড়কের নোয়া রাস্তার মাথায় এ দূর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আরকান সড়কের নোয়া রাস্তার মাথা এলাকায় একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে কালুরঘাটের দিকে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত মোটর সাইকেল আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।