ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর তিনদিন বন্ধ

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকেঃ

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আমদানি-রফতানি বন্ধ থাকছে।
আজ বৃহস্পতিবার  সকাল থেকে দু’দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দু”দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৩ মে) থেকে ১৫ মে পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ মে থেকে বন্দরে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।