কিউ ওয়ান জার্নালে চবি শিক্ষার্থীর আর্টিকেল প্রকাশে উপাচার্যের শুভেচ্ছা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ফেস্টিভ্যাল সোমবার (২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫) চবি ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও ইঞ্জিনিয়ারিং ও অনুষদের ডিন এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সানাউল্লাহ্ চৌধুরী। চবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. ফজলুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উক্ত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ মোরশেদুল হক বক্তব্য রাখেন।
উপাচার্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং এওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, ইইই বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ দিতে যে এওয়ার্ডের আয়োজন করেছে, তা সত্যি প্রশংসার দাবিদার। এ এওয়ার্ড শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে নতুন মাত্রা যুক্ত করেছে। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় বিশেষ মনোযোগ দিবে। উক্ত বিভাগের শিক্ষার্থীদের বিশ্বের নামী-দামী জার্নালসহ Q1 জার্নালে তাদের আর্টিকেল প্রকাশিত হওয়ায় উপাচার্য আন্তরিক ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন জানান। উপাচার্য আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের আর্টিকেল আন্তর্জাতিক জার্নালে প্রকাশের ফলে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্ব র্যাংকিংএ আরও বৃদ্ধি পাবে।
উপ-উপাচার্য (প্রশাসন) এওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরীতে শিক্ষার্থীদেরকে এওয়ার্ড প্রদানের প্রচলন করায় বিভাগের সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপ-উপাচার্য শিক্ষার্থীদেরকে পড়ালেখায় অধিকতর মনোযোগী হয়ে নিজেকে সমৃদ্ধ করে দেশ-জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উক্ত বিভাগের শিক্ষক প্রফেসর ড. কাজী তানভীর আহমেদ, প্রফেসর ড. হাসান খালেদ রউফ এবং প্রফেসর ড. জামাল উদ্দিন। অনুষ্ঠানে মেরিট অ্যাওয়ার্ড ও টেকনিক্যাল সেশনের ফলাফল ঘোষণা করেন উক্ত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ মোরশেদুল হক। বিদায়ী ২০১৮-১৯ ও ২০১৯-২০ ব্যাচের সকল শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন বিভাগের সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে Chairman’s Award ও Outstanding Research Award ঘোষণা করেন উক্ত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ ফজলুল কাদের। Chairman’s Award অর্জন করেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ আজমাইন জহির আকাশ। উক্ত Award তুলে দেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। Outstanding Research Award অর্জন করেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোহাম্মদ মহসিন ও আরমান হোসাইন এবং উক্ত Award তুলে দেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
দুই দিন ব্যাপী এ আয়োজনের প্রথম দিন ছিল টেকনিক্যাল সেশন। এ সেশনের অন্তর্ভুক্ত ছিল মোট ১২টি সেগমেন্ট। সেগমেন্টগুলো হচ্ছে Circuit Olympiad, Case Solving, Robo Soccer, Line Following Robot, Poster Presentation, Innovation Zone, App & Web Showcasing, Fast Chess Competition, Start-up Idea Competition, CAD Design & Logo Contest.
অনুষ্ঠানে নবীনদের মানপত্র পাঠ করেন এম এস ১ম সেমিস্টারের শিক্ষার্থী তাহমিনা নাজনিন। নবীনদের পক্ষ থেকে মানপত্র গ্রহণ করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন আফরিন মোস্তফা রিয়া এবং মানপত্র তুলে দেন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সানাউল্লাহ্ চৌধুরী।
বিদায়ী ব্যাচের মানপত্র পাঠ করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৌশিক বিশ্বাস। বিদায়ী ব্যাচ ২০১৮-১৯ এর পক্ষ থেকে মানপত্র গ্রহণ করেন ফাতেমা আক্তার এবং ২০১৯-২০ এর পক্ষ থেকে মানপত্র গ্রহণ করেন তুষার আহমেদ এবং মানপত্র তুলে দেন অনুষ্ঠানের সভাপতি এবং অত্র বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ ফজলুল কাদের।
বিভাগের শিক্ষার্থী নামিরাহ্ তারান্নুম ও তীর্থ দাশ এর সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদের পক্ষে ৩য় সেমিস্টারের মারুফ হোসাইন এবং বিদায়ী ২০১৯-২০ ব্যাচের পক্ষে সামিহা বিনতে মান্নান এবং বিদায়ী ২০১৮-১৯ ব্যাচের পক্ষে অন্ময় দাশ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের ২য় পর্বে ছিলো ক্যারিয়ার টক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।