১/১১তে বিএনপির দু:সময়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মূলধারার অকুতভয় কান্ডারী, ৯০গণ আন্দলনের অগ্রণী ছাত্রনেতা, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও দক্ষিণ জেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য এড. আলহাজ্ব মো: ইফতেখার হোসেন চৌধুরী মহসিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে আসা পবিত্র ঈদ উৎসবে ধনী-দরিদ্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সব মুসলমান মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নেন এবং পারস্পরিক হিংসা-বিদ্বেষ, অহংকার ভুলে খুশিমনে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করেন।
শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদের দিনটি ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের এক বড় পরিচয়ে।
‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। করোনা মহামারী উদ্ভূত পরিস্থিতিতে সকলকে ধৈর্য ও মনোবল ধরে রাখতে হবে। বাংলাদেশসহ বিশ্ব করোনামুক্ত হোক এই কামনা করে তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিএনপি পরিবারের সকল সদস্যসহ দেশবাসীকে স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক পরিধান এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান।
‘বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।’
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবখানে, দেশে বয়ে যাক গণতন্ত্রের সুবাতাস, শুভ কামনা-ঈদ মোবারক।