যুক্তরাষ্ট্রের হাতে মজুদ রাখা অব্যবহৃত এস্ট্রাজেনেকার প্রায় ৪ কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা ভারতসহ অন্য যেসব দেশ ভয়াবহভাবে সংক্রমিত হয়েছে, তাদেরকে দিতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ভারতসহ অনেক দেশ এখন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে বিপর্যস্ত। এ অবস্থায় এক বিবৃতিতে কৃষ্ণমূর্তি বলেছেন, যুৃক্তরাষ্ট্রের স্টকে এখন প্রায় ৪ কোটি ডোজ এস্ট্রাজেনেকার টিকা হাতে নিয়ে আমরা বসে আছি। এসব টিকা ব্যবহৃত হচ্ছে না। এগুলো এখন আমরা মেক্সিকো এবং কানাডায় করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে খুলে দিয়েছি। কিন্তু আন্তর্জাতিকভাবে এই ভাইরাসের বিস্তার রোধ করতে, জনস্বাস্থ্য এবং আমাদের আন্তর্জাতিক অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এসব টিকা এখন আমাদের অবমুক্ত করে দেয়া উচিত। তাই করোনা ভাইরাসে ভারত, আর্জেন্টিনা ও অন্যরাসহ যারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত এখন তাদের কাছে যুক্তরাষ্ট্রের এই ৪ কোটি ডোজ টিকা দিতে বাইডেন প্রশাসনের প্রতি আমি শ্রদ্ধাপূর্ণ এবং দৃঢ় আহ্বান জানাই।
উল্লেখ্য, শনিবারও ভারতে করোনায় এক দিনে আক্রান্তে সংখ্যা রেকর্ড করেছে। এদিন সেখানে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। সরকারি হিসাবে ২৪ ঘন্টায় ভারতে রেকর্ড ২৬২৪ জন মারা গেছেন। এ নিয়ে ভারতে এ পর্যন্ত মোট এক কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। মৃত্যু হয়েছে মোট এক লাখ ৮৯ হাজার ৫৪৪ জনের।