পথচারী নারীকে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে আবরারকে চাপা দেয় ঘাতক বাস

বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয়া সুপ্রভাত বাসের চালক সিরাজুল ইসলাম জানিয়েছেন পথচারি অন্য এক নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার পথে আবরার বাস চাপায় মারা যান। সাত দিনের রিমান্ডে থাকা ওই বাসের চালক পুলিশের কাছে এ কথা স্বীকার করেন। আবরারের মৃত্যু ঘটনায় মঙ্গলবার দায়ের করা মামলার এজাহারেও পথচারীকে চাপা দেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সুপ্রভাতের বাসটি শাহজাদপুরের বাঁশতলা এলাকায় সিনথিয়া সুলতানা মুক্তা (২০) নামে এক নারীকে ধাক্কা দেয়। এরপর দ্রুতগতিতে পালানোর সময় বসুন্ধরা আবাসিক গেটের কাছে আবরারকে চাপা দেয়। তবে ওই নারী পথচারী কোথায় আছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

গুলশান থানার পুলিশ সূত্র জানায়, শাহজাদপুর থেকে লোকজন আহত ওই পথচারীর কথা ও বাসের নম্বর পুলিশকে জানায়। তবে তাৎক্ষণিকভাবে ওই পথচারীকে অন্যরা হাসপাতালে পাঠালে তাঁর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।