খেলাধুলা উপযোগি মাঠের জন্য অনুরোধ করলো চাঁন্দগাও থানা ছাত্রলীগ

ছদরিয়া সমাজ কর্তৃক আয়োজিত রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ ইং এর আজকের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ওসমান গনি সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দঁগাও থানা ছাত্রলীগ নেতা মোঃ নুরুন নবী সাহেদ। প্রধান আলোচক মোঃ শহিদুল আলম শহিদ, সাধারণ সম্পাদক, চাঁদগাও থানা ছাত্রলীগ। বিশেষ অতিথি তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদগাও থানা ছাত্রলীগ। নূর মোহাম্মদ সানি যুবলীগ, চান্দঁগাও থানা। মোঃ দিদারুল হাসান শাহীন সংগঠক, চাঁদগাও থানা ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর। আরো উপস্থিত ছিলেন মোঃ রকি খান ও মোঃ মহসিন, সাগর দাশ, বিক্রম বড়ুয়া, কাজী তফসির, গালিব, তাহসিন। ১ম কোয়াটার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছেন সুপার সেমস বয়েজ বনাম স্বাধীণতা একাডেমি। সুপার সেমস বিনা উইকেটে জয় লাভ করে। ২য় কোয়াটার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে মোহরা রাইডার্স বনাম সোনা মিয়া স্মৃতি সংসদ। সোনা মিয়া স্মৃতি সংঘ বিনা উইকেটে জয় লাভ করে। ৩য় কোয়াটার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে হাজী সুলতান শাহ (র:) বনাম সাইলেন্ট কিলার, হাজী সুলতান শাহ (র:) ২ উইকেটে জয় লাভ করে। বিজয়দের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি বক্তব্য বলেন, আমাদের সমাজে প্রতিদিন মাদকের ছোবল বারছে, মাদক থেকে দেশকে রক্ষা করতে হলে শিক্ষার পাশা পাশি খেলা ধুলার বিকল্প নাই । জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে হলে খেলাধুলার বিকল্প নেই। মাদক থেকে দেখতে রক্ষা করতে খেলাধুলার প্রতি সবার এগিয়ে আসতে হবে। মুজিব চেতনাই এগিয়ে আসতে আহবান জানাই।
প্রধান আলোচক বলে, যে জাতি যত বেশি খেলাধুলা দিয়ে উন্নত সে জাতির বিশ্বের কাছে ততো বেশি পরিচিত। দেহ মন ভালো রাখতে লেখা পরার পাশা পাশি খেলাধুলা করতে হবে। টুর্নামেন্ট পরিচালনা করছেন ছদরিয়া ক্লাব এর পক্ষ থেকে মো ইশতিয়াক গণি ইফতি, ইমন, বাবলু, আসিফ, ফাহি, দোলন, আরিফ, শিশির, শহিদ, জনি প্রমুখ।