“প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা সপ্তাহের নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি অফিসার্স ক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে জেলা সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
র্যালির নেতৃত্ব দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাগড়াছড়ি সাংসদ ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আজকের শিশু বাঁচলে, বাঁচবে দেশ। তিনি প্রাথমিক শিক্ষায় সকল শিক্ষকদের নিজের ঘরের মতো করে শিশুদের দেখাশুনা ও পরিচর্যা করার জন্য অনুরোধ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন প্রাথমিক শিক্ষায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আহবান জানান।
র্যালী ও আলোচনায় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবুল হাশেম, খাগড়াছড়ি পুলিশ এর এএসপি ডিএসবি মো. শাহ নেওয়াজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, সহকারী জেলা শিক্ষা অফিসার মো আব্দুল হাই প্রমুখ।
এর আগে বেলুন উড়িয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাগড়াছড়ি সাংসদ ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কো-অর্ডিনেটর রিন্টু চাকমা।












