চন্দনাইশ পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ , বরেন্য শিক্ষাবিদ,প্রবীন ইসলামীচিন্তাবিদ,আলোকিত বক্তা ও আশেকে রাসুল ( সাঃ) হযরত আলহাজ মাওলানা আবদুল মালেক নুরী ছাহেব আজ মঙ্গলবার সকালে ( ১২ মার্চ ২০১৯) নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।মহান আল্লাহ তাঁকে জান্নাতের আলা মকাম দান করুক। আমিন।
মহান এই শিক্ষাবিদের ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো.ফখরুদ-দীন,সাধারন সম্পাক আলহাজ মো. আবদুর রহিম, প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. মঈন উদ্দীন আহমদ খান,অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ,গাজী মাওলানা রেজউল করিম তালুকদার, মোহাম্মদ আবু বক্কর, দুলাল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, একেএম আবু ইউসুফ, এবিএম ফয়েজ উল্লাহ, অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া,ইঞ্জিনিয়ার নুর হোসেন, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, সৈয়দ শিবলী সাদেক কপিল,শাহ নুর আলম, আলমগীর বঈদী, অধক্ষ নুরুল আলম, কবি সিরাজুল ইসলাম, কবি এমএ সাত্তার, মাওলানা ওসমান গনি, মাওলানা কারী আবদুল করিম,অধ্যাপক দিদারুল আলম, মো. শহীদুল আলম, মাওলানা রেজাউল করিম আলকাদেরী, সাফাদ বিন সানাউল্লাহ, ইমাম মাওলানা আবদুল হালিম, মোহাম্মদ দোলোয়ার হোসেন, উদয়ন বড়ুয়া, রিপন চক্রবর্তী, জামাল উদ্দীন, মহিউদদীন চৌধুরী প্রমুখ।










