উখিয়ায় ভ্যালু চেইন উন্নয়ন কর্মশালা এবং উৎপাদিত পণ্য প্রদর্শনী

কায়সার হামিদ মানিক,উখিয়া।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম এর অর্থায়নে সেফপ্লাস প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা শেড প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে পণ্যের মান্নোয়ন ,সুষ্ঠু ও সহজ বাজারজাতকরণ এবং উৎপাদক শ্রেণী ও উখিয়া উপজেলা সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সাথে সেফপ্লাস প্রকল্পের উপকারভোগীদের আন্তঃসম্পর্ক ও ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ৩১ডিসেম্বর বৃহস্পতিবার উখিয়ার পশ্চিম সোনারপাড়াস্থ এলাকায় সকাল ১০ টাকা থেকে দুপুর ১টা পর্যন্ত একটি ভ্যালু চেইন কর্মশালা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মুছা, ব্যবসায়ী,কৃষি ও প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ,সার ও বীজের ডিলার, প্রকল্পের বিভিন্ন ট্রেডের উৎপাদক ও ক্ষুদ্র ব্যবসায়ীগণ এবং আইওএম ও শেড এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ভ্যালু চেইন কর্মশালায় উপকারভোগীদের উৎপাদিত বিভিন্ন প্রকারের পণ্যের সীমিত আকারে প্রদর্শনীর আয়োজন করেন। উপস্থিত ব্যবসায়ী ও উপকারভোগীগণ আজকের ভ্যালু চেইন কর্মশালা ও প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন উপকারভোগী ও ব্যবসায়ীদের মাঝে সেতুবন্ধনে খুবই কার্যকর ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।