মহান আন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের স্মরনে বোয়ালখালী উপজেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহষ্পতিবার বিকালে উপজেলা ডাকবাংলো মিলনায়তনে উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছৈয়দুল আলম। বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এসএম আখতারুল আলম, দক্ষিন জেলার আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শ্যামল বিশ্বাস।
সাধারণ সম্পাদক ওবায়দুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি নিরঞ্জন চক্রবর্তী, এয়াকুব মিয়া, অর্থ-সম্পাদক ইছাক চৌধুরী, দপ্তর-সম্পাদক সরওয়ারুল আলম,সমাজকল্যান সম্পাদক গোলাম মোস্তাফা, প্রচার সম্পাদক নুরুল হক, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোজাম্মেল হক, ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, সেকান্দর হোসেন, আবু তৈয়ব, সাখাওয়াত হোসেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক সমীরণ চক্রবর্তী ও আবদুল শুক্কুর প্রমুখ।