আনুষ্ঠানিকভাবে পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ ফাইভজির ঘোষণা দিলো গুগল।
আগস্টে পিক্সেল ৪এ উন্মোচনের সময়ই জানানো হয় অক্টোবরে আসবে আরও দুটি ফোন। সে অনুযায়ী অক্টোবরের প্রথম দিনই নতুন ফোন দুটির ঘোষণা আসলো।
পিক্সেল ৫
৬ ইঞ্চি ডিসপ্লের পিক্সেল ৫ এর রেজুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি। ফাইভজি ফোনটির র্যাম ৮ জিবি, স্টোরেজ ১২৮ জিবি। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ব্যাটারির শক্তি ৪০৮০ এমএএইচ।
ফোনটির পেছনে আছে ১২.২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের দুটি রিয়ার ক্যামেরা। সামনে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
পিক্সেল ৫ এর দাম ধরা হয়েছে ৬৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৮ হাজার ৭১৬ টাকা)। যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি পাওয়া যাবে ১৫ অক্টোবর থেকে। ইতোমধ্যে এর প্রি-অর্ডার শুরু হয়েছে।
পিক্সেল ৪এ ফাইভজি
পিক্সেল ৪এ গত আগস্টেই বাজারে এসেছে। এবার এর ফাইভজি সংস্করণ আনলো গুগল। পিক্সেল ৪এ ফাইভজিতে আছে ৬.২ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি। ফোনটির র্যাম ৬ জিবি, স্টোরেজ ১২৮ জিবি ব্যাটারির শক্তি ৩৮৮৫ এমএএইচ। ফোনটি পানি নিরোধী নয়, ওয়্যারলেস চার্জিং কিংবা রিভার্স ওয়্যারলেস চার্জিংয়েরও সুবিধা নেই।
ফোনটির দাম ৪৯৯ ডলার (৪১ হাজার ৯১৬ টাকা)। ১৫ অক্টোবর থেকে এর বিক্রি শুরু হবে জাপানে।