ইয়াছমিন পারভীন তিবরীজি সিডিএর নতুন সচিব হলেন। বর্নাঢ্য কর্মজীবনে তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পালন করেন। কর্মজীবনের শুরুতে তিনি পটিয়ার এসিল্যান্ড থাকাকালীন এলাকায় অত্যন্ত জনপ্রিয়তার সাথে ভূমি সংক্রান্ত দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবেও তিনি একাধিকবার দক্ষতার সাথে জেলা প্রশাসনের দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সিডিএ’র সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
চলতি বছরের ৭ জুন সিডিএ’র সচিব তাহেরা ফেরদৌস বেগম চট্টগ্রাম ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একইদিনে সিডিএ’র ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
জানতে চাইলে ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক করোনায় আক্রান্ত হওয়ায় এখন ভারপ্রাপ্ত (রুটিন দায়িত্ব) জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছি। তাই জেলা প্রশাসক সুস্থ হওয়ার পর সিডিএ তে যোগ দিব।