কোতোয়ালি বিএনপি নেতা মহিউদ্দীন’র পিতার ইন্তেকালে শোক

কোতোয়ালি থানা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মহিউদ্দীন আহমেদ চৌধুরীর পিতা শামীম আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার (১৯ আগষ্ট) সকাল ৮ টায় নগরীর পাঁচলাইশস্থ পার্কভিউ হাসপাতালে শ্বাসকষ্ট জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বুধবার বাদে জোহর ফিরিঙ্গী বাজার জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে চৈতন্য গলি বাইশ মহল্লা কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে মহিউদ্দীন আহমেদ চৌধুরীর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোঃ নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী ও সাধারন সম্পাদক আলহাজ জাকির হোসেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।