দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙ্গুনিয়া মহিলাদলের দোয়া মাহফিল

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন রাঙ্গুনিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা আকতার এর আয়োজনে।

৩০ নভেম্বর (রবিবার) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রুপা আকতারের নিজ বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মহিলাদলের নেত্রী ডলি আকতার,মুন্নি আকতার,রেশমি আকতার,জান্নাতুল ফেরদৌস, নুরনাহার, হালিমা,সালমা আকতার সহ রাঙ্গুনিয়া উপজেলা মহিলাদলের অসংখ্য নেত্রীবৃন্ধ।

এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।