কাউন্সিলর মো. মোরশেদ আলমের উদ্যোগে চাল বিতরণ

মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখেছিলেন ক্ষুধা, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার।
অসহায় মানুষদের প্রতি অগাধ ভালোবাসা ছিল বঙ্গবন্ধুর বড় গুন। দুর্ভোগ, দুর্দিনে দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানোই ছিলো তার আদর্শ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তা অতীতেও ছিল, ভবিষ্যতে তা আরও বেগবান হবে।

সোমবার (১৭ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাবেক কাউন্সিলর মো. মোরশেদ আলমের উদ্যোগে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাবেক কাউন্সিলর মোরশেদ আলমের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সুফীর সঞ্চালণায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, পাঁচলাইশ থানা আওয়ামী লীগ নেতা এসএম হাশেম।

এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কমল বড়ুয়া, নাজমুল আহসান, মহানগর যুবলীগের সদস্য নুরুল আনোয়ার, সেচ্ছাসেবকলীগ নেতা দেবাশীষ নাথ দেবু, আওয়ামী লীগ নেতা আকতার ফারুক, কফিল উদ্দিন খোকন, মুক্তিযোদ্ধা এম মান্নান খান, হোসেন মোহাম্মদ মাসুদ, এমরানুল হক, আবুল বশর, আনিসুর রহমান মানিক, নুরুল আলম চৌধুরী, ইদ্রিস মিয়া, মইনুল হক মনা প্রমুখ।