শিশু ও ক্ষুদ্বে শিক্ষার্থীদের উন্নতমানের খাবার দিলেন ফারাজ

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহার দিনে তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী, তার পিতা রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী, চাচা ব্যবসায়ী এবি এম ফজলে শহীদ চৌধুরী, পরিবারের সকল সদস্য ও এলাকাবাসীকে সাথে নিয়ে রাউজানের গহিরাস্থ নিজ বাড়ী বক্সে আলী চৌধুরী জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করে। সকলকে নিয়ে মসজিদের পাশে কবরস্থানে গিয়ে মুরুব্বিদের কবর জেয়ারত করেন । কবর জেয়ারত শেষে সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিণিময় করেন । পরে ঈদুল আজহার দিনে আজ ১আগষ্ট শনিবার দুপুরে রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটার পাশে পথ শিশুদের বিদ্যাপিট উদ্দিপ্ত তরুন্ বিদ্যাপিঠে উপস্থিত হয় । উদ্দিপ্ত তরুন বিদ্যাপিঠের শিক্ষার্থী ও পথ শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন । শতাধিক পথ শিশুদের হাতে উন্নতমানের খাবার ও কোরবানীর মাংস তুলে দেয় তরুন আওয়ামী লীগে নেতা ফারাজ করিম চৌধুরী । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উদ্দিপ্ত তরুন বিদ্যাপিঠের পৃষ্টপোষক দিপলু দে, রাউজান পৌরসভা ছাত্রলীগের সঅদারন সম্পাদক মোহাম্মদ আশিফ, সবুজ দে, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাদারন সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন জামাল চিশতি, রবিন, আবদুল্লাহ হিমু, মুহাম্মদ ইউছুপ, মাহফুজ, সাগর, জনি, মারুফ, শোহাব প্রমুখ । পওে তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী রাউজানের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারন মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিণিময় করেন ।