সিগন্যাল লাইন পরিদর্শন করেছেন রেলওয়ে কর্মকর্তারা

ঈদে ট্রেন যাত্রা নিরাপদ রাখতে চট্টগ্রাম থেকে আখাউড়া পর্যন্ত সিগন্যাল লাইন পরিদর্শন করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রেলওয়ের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়ের নেতৃত্বে এ সিগন্যাল লাইন পরিদর্শন করা হয়।

সুষ্ঠু নিরাপদ ট্রেন চলাচলের স্বার্থে সিগন্যালিং ব্যবস্থা ঠিক আছে কি-না তা তদন্ত করা হয়। এসময় সিগন্যাল ব্যবস্থা সার্বক্ষণিক নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময় বলেন, ঈদে এখন ঘরমুখো মানুষ। নিরাপদ বাহন হিসেবে ট্রেনে করে অনেকেই বাড়ি যাচ্ছেন। মূলত ট্রেন চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য আগেভাগে সিগন্যাল লাইন পরিদর্শন করা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী সংকেত প্রকৌশলী মো. আখতার হোসেন তালুকদার, ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (সংকেত চট্টগ্রাম) মো. নুরুল ইসলাম, ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (সংকেত কুমিল্লা) আহম্মদ আলী ও ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (সংকেত লাকসাম) মহসিন মল্লিক।