রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেন।
চেয়ারম্যান রোমান বলেন, গত ১৪ জুলাই রাতে হালকা জ্বর, কাশি ও ব্যথা অনুভব করি। এরই পরিপ্রেক্ষিতে পরদিন ১৫ জুলাই নমুনা পরীক্ষার জন্য দিই। এর দু’দিন পর শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে আসা ফলাফলে আমার করোনা পজিটিভ আসে। গত ১১ দিন ধরে নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছি।