মোট আক্রান্ত ৮৮, সুস্থ ৭৬ জন
কাপ্তাই প্রতিনিধি:: কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান বিপ্লব মারমা ও উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আলিব রেজা লিমনসহ ৮ জনকে সুস্থ ঘোষনা করেছে। এনিয়ে কাপ্তাইয়ে মোট সুস্থ হলো ৭৬ জন। চিকিৎসাধীন আছে ১২ জন। নতুন কোন রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনায় আক্রান্ত কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ইতিমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করেছেন। গত ২৪ মে’ কাপ্তাই উপজেলায় একজন স্বাস্থ্য কর্মীসহ ২ জনের প্রথম করোনা শনাক্ত হয়। এরপর হতে ধাপে ধাপে বাড়তে থাকে করোনা রোগীর সংখ্যা এবং সর্বশেষ গত ১১ জুলাই কাপ্তাইয়ে ৪ জনসহ সর্বমোট উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ায় ৮৮ জনে। এছাড়া, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বাসিন্দা এক নার্স যুবক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাছাড়া করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন কাপ্তাই উপজেলা সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা শিবু চাকমা। যদিও তিনি তার করোনা সেম্পল রাঙামাটি সদর হাসপাতালে জমা দিয়েছিলেন। কাপ্তাই উপজেলা করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ে করোনা আক্রান্তের মধ্যে মঙ্গলবার (১৪ জুলাই) আরো ৮ জনকে সুস্থ ঘোষনার মধ্যে দিয়ে এপর্যন্ত সুস্থ হলো ৭৬ জন। তিনি জানান, কাপ্তাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা নিয়ন্ত্রনে রয়েছে। ফলে জনমনে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে।