শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে সুখবর আসছে

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, করোনার এই সময়ে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট ব্যবহারে শিগগিরই সুখবর আসছে। আমরা টেলিকম কম্পানিগুলোকে সর্বনিম্ন হারে ইন্টারনেট দেওয়ার জন্য অনুরোধ করছি।

আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এমনটা জানিয়েছেন।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘ছাত্র-ছাত্রীদের ইন্টারনেট ব্যবহারের জন্য কিছু সুখবর আসবে বলে প্রত্যাশা করছি। অনেক বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের ইন্টারনেট দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। একই সঙ্গে অপারেটরদের তাদের বিটিএসগুলোকে ৪জি করারও নির্দেশ দিয়েছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার গতি ত্বরান্বিত হোক এই কামনায়।’