চট্টগ্রাম- ৬ (রাউজান) আসনে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন


শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম -৬ রাউজান আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার শামীম হোসেন রেজা ও রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত ম্যজিষ্ট্রেট জেনায়েদ কবির সোহাগ সহ উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা । আগামী ৩০ ডিসেম্বর রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টানের জন্য ৮৪ টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম আলাদ আলদা ভাবে স্তুপ করে রাখা হয়েছে রাউজান উপজেলা পরিষদ হলে । রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাচনকালীন দায়িত্ব প্রাপ্ত ম্যজিষ্ট্রেট জেনায়েদ কবির সোহাগের উপস্থিতিতে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপজেলা পরিষদ নতুন হলে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম প্রতিটি কেন্দ্রের জন্য আলাদা আলাদ ভাবে স্তুপ করে রাখা হয়েছে । আগামীকাল ২৯ ডিসেম্বর শনিবার ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপার ও ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম প্রদান করা হবে । প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রের জন্য প্রদান করার ব্যালট পেপার, ব্যালট বাক্স, নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আনসার বাহিনীর সদস্যদের নিয়ে আজ ২৯ ডিসেম্বর শনিবার ভোট কেন্দ্রে যাবেন । নির্বাচনী সরঞ্জাম ও মালামাল নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আজ ২৮ ডিসেম্বর শুক্রবার ভোর থেকে সারাদিন বাস, ট্রাক, পিকআপ এনে রাউজান উপজেলা পরিষদ মাঠে সারি সারি ভাবে লাইন করে রাখা হয়েছে । রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যজিষ্ট্রেট জেনায়েদ কবির সোহাগ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টানের সকল প্রস্তুতি সম্পন্ন । ভোটের দিন সুষ্ট ও শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন অনুষ্টানের জন্য র‌্যাব, বি,জি,বি, সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা নিরপত্তার দায়িত্ব পালন করবেন ।