উপমহাদেশের প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ শাইখুল ইসলাম ইমামে আহলে সুন্নত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (মা জি আ) ‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া’র উপদেষ্টা ও চাকসু’র সাবেক ভি পি, এস এম ফজলুল হক। এক শোক বার্তায় তিনি বলেন, আল্লামা হাশেমী হুজুরের মৃত্যুতে জাতি হারিয়েছে অসম্ভব ধর্মীয় জ্ঞান সম্পন্ন একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ , যিনি তাঁর জীবদ্দশায় অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ইসলামের প্রচার ও প্রসারে, তার মৃত্যুতে মুসলিম জাতি হারিয়েছে ইসলামের জ্ঞানের এক অমূল্য রত্ন, এস এম ফজলুল হক আরো বলেন হুজুরের পরিচালিত পথ ও মত মুসলিম উম্মাহর কাছে অনুকরণীয় হয়ে থাকবে, সর্বশেষ তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হুজুরের পরকালের শান্তি কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করেন।