প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম (রাহ:)’র দাফন সম্পন্ন

 চন্দনাইশের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, আলোকিত মানুষ, সাতবাড়ীয়া হাছনদণ্ডী এম রহমানিয়া সিনিয়ার মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম ছমদী আজ ৩১ মে ২০২০ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । জোহরের নামাজের পর তাঁর জানাযা ও তাঁর পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম (রাহ:) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চন্দনাইশ উন্নয়ন ফোরাম চট্টগ্রামের  সভাপতি মাওলানা রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক ইতিহাসবেত্তা সোহেল মো.ফখরুদ-দীন, চন্দনাইশ উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব মো.আবু বক্কর, চন্দনাইশ মুসলিম সাহিত্য সামাজের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ ইমাদ উদ্দীন, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক আবদুর রহিম, যুগ্ম সম্পাদক সাংবাদিক ও লেখক আলহাজ মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ। একই সাথে মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক।