ধানের শীষ উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক: ইসরাফিল খসরু

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি পরিবর্তন, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ধানের শীষ মানেই মানুষের অধিকার, ন্যায়ের রাজনীতি এবং সাধারণ মানুষের কথা বলার শক্তি। চট্টগ্রাম-১১ আসনের মানুষ পরিবর্তন চায়, তারা সৎ নেতৃত্ব ও জনবান্ধব রাজনীতি দেখতে চায়। সেই প্রত্যাশা পূরণে ধানের শীষের কোনো বিকল্প নেই।


শুক্রবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে দ্বিতীয় দিনের প্রচারণার সময় তিনি এ কথা বলেন।

এদিন ইপিজেড মোড় থেকে শুরু হয়ে দক্ষিণ হালিশহর ফেলা গাজী বাড়ি, কলসি দিঘি মোড়, ওয়াশিল চৌধুরী পাড়াসহ বিভিন্ন এলাকায় প্রচারণার অংশ নেন ৩৮নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। এ সময় পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ, গণসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

তরুণ ভোটারদের উদ্দেশে ইসরাফিল খসরু বলেন, দেশ পরিবর্তনের চলমান আন্দোলনে অংশ হিসেবে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ প্রতীকে দিন।

আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে আরো এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী এই এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করবেন। আগামীর সুন্দর চট্টগ্রাম গড়তে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা মো. সেলিম, কামাল উদ্দিন, মো. সালাউদ্দিন, হাজী হোসেন, মাহবুব আলম বাচ্চু, মো. আজম, মহিলা দল নেত্রী সাহেদা খানম, ফাতেমা কাজলি, ছাত্রদল নেতা রায়হান চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ উদ্দিন রাজু প্রমুখ।