চট্টগ্রাম ৬ রাউজান আসনে প্রার্থীদের প্রচারণা

শফিউল আলম, রাউজান ঃ ত্রয়োদশ সংসদ নিবাচনে চট্টগ্রাম ৬ রাউজান সংসদীয় আসনে গতকাল ২৩ জানুয়ারী শুক্রবার সকালে বিকাল পযন্ত সময়ে বিএনপি, সুন্নি ঐক্যজোট, জামাত, গনসংহতি আন্দোলনের ৪ প্রার্থী নিজ নিজ প্রতিকে ভোট চেয়ে প্রচারনা করেছে ।

গতকাল ২৩ জানুয়ারী শুক্রবার সকাল থেকে সারাদিন বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে রাউজানের হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ পথসভা করেন । ইসলামী ফ্রন্ট সৃন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নুরী গতকাল ২৩ জানুয়ারী শুক্রবার রাউজানের পশ্চিম গুজরা ও নোয়াপাড়া মোমবাতি প্রতিকে ভোট চেয়ে কদলপুেেরর বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেন । জামাত ইসলামী প্রার্থী শাহাজাহান মঞ্জু দাড়িপাল্লা প্রতিকে ভোট চেয়ে রাউজান উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন । গনসংহতি আন্দোলনের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার মাথাল প্রতিকে ভোট চেয়ে রাউজানের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন ।