সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আইসিটি মামলা থেকে খালাস পেয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ আনিছুর রহমান।
গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালত তাকে এই খালাস প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, আনিছুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ৩১ ও ৩৫ ধারায় মামলা দায়ের করা হয়। (মামলা নং-৩২৩/২০২১, চট্টগ্রাম; যা মূলত ২০১৮ সালের চকবাজার থানার একটি জিআর মামলার সূত্র ধরে)।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে মামলা থেকে অব্যাহতি ও খালাস প্রদানের আদেশ দেন। সম্প্রতি আদালতের এই আদেশের কপি হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিতকরণ বা ‘রি-কল’ নোটিশ পাঠানো হয়েছে। এর ফলে তার বিরুদ্ধে থাকা এই মামলার সকল আইনি বাধ্যবাধকতা ও গ্রেফতারি পরোয়ানার অবসান ঘটলো।
খালাস পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আনিছুর রহমান বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একাধিক মিথ্যা ও গায়েবি মামলায় আমাকে হয়রানি করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আজ ন্যায়বিচার পেয়েছি। সত্যের জয় সবসময়ই অনিবার্য।












