টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবক আহত

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফনদ তীরে মায়ানমার বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত হানিফ তেচ্ছিব্রিজ এলাকার বাসিন্দা। তিনি সকালে মাছ ধরতে গিয়ে ছিলেন বলে জানা গেছে।

শাহজালাল বলেন, রবিবার (১১ জানুয়ারি) নাফনদ তীরের তেচ্ছিব্রিজ এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গাদের মধ্যে গুলি বিনিময়ের স্থানেই মাইন বিস্ফোরণ ঘটে।