মিরসরাইয়ে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, অন্ধকারে গ্রাহক

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে রাতের আঁধারে পল্লী বিদ্যুতের দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় ও হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফরমার চুরির পর থেকে অন্ধকারে রয়েছে প্রায় শতাধিক পরিবার। এছাড়া একটি মসজিদ, নূরানী মাদরাসা ও পোল্ট্রি খামার অন্ধকারে রয়েছে।

সোনাপাহাড় এলাকার বাসিন্দা ও স্কুল শিক্ষক আসাদুজ্জামান জানান, শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সোনা পাহাড় কালু ডাক্তারের লিচু বাগানের পূর্ব পাশে অবস্থিত একটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এরপর থেকে ওই এলাকার গ্রাহকেরা অন্ধকারে রয়েছে। একটি মসজিদ, নূরানী মাদরাসা ও পোল্ট্রি খামারে বিদ্যুৎ সরবরাহ না থাকায় মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। এছাড়া উপজেলার আজমনগর এলাকা থেকেও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে দ্রুত ট্রান্সফরমার স্থাপনের দাবী জানান তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বারইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম মো. হেদায়েত উল্লাহ জানান, শনিবার রাতে উপজেলার দুটি স্থানে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। তার মধ্যে সোনা পাহাড়ের ওটা ১৫ কেভি ও আজমনগরের টা ১০ কেভি। নতুন করে ট্রান্সফরমার স্থাপনে গ্রাহককে ৫০ শতাংশ টাকা জমা দিতে হবে। তারা টাকা জমা দিলে নতুন টান্সফরমার স্থাপন করা হবে।