সেলিম উদ্দিন, ঈদগাঁও,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি স্বশরীরে চকরিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা দেন।

এর আগে দুপুর দেড়টার দিকে তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। পরে তিনি গাড়িযোগে চকরিয়ার উদ্দেশ্যে রওনা হন।
মনোনয়নপত্র জমাদান শেষে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ পেকুয়ায় তার নিজ বাসভবনে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন বলে তার সফরসূচি থেকে জানা গেছে।
উল্লেখ্য, রোববার পর্যন্ত কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে আজ রোববার জেলার চারটি আসনের মধ্যে প্রথম প্রার্থী হিসেবে কক্সবাজার-০১ (চকরিয়া–পেকুয়া) আসনে মনোনয়নপত্র জমা দেন সালাহউদ্দিন আহমদ।











