ঈদগাঁওয়ে অবৈধ কারখানায় অভিযান, মামলা দায়ের

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি কারখানায় অভিযান পরিচালনা ও মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার।

১৪ ডিসেম্বর সংশ্লিষ্ট দপ্তরের পরিদর্শক মো. মুসাইব ইবনে রহমান বাদী হয়ে অবৈধ কারখানায় জড়িত জসীম উদ্দিন ও রেজাউল করিম সিকদারসহ অজ্ঞাত ১৫/১৬ জন শ্রমিককে বিবাদী করে ঈদগাঁও থানায় এজাহার দায়ের করেছেন।

গতকাল সংবাদ প্রকাশের পর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: মুসাইব ইবনে রহমানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পান এবং স্থানীয় জনগণের সাথে কথা বলে এ কারখানার কারণে তাদের গবাদিপশু ও জনস্বাস্থ্যের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বর্ণনা শুনেন এবং উক্ত অবৈধ কারখানা সীলগালা করে দিয়ে ঘটনাস্থলে পাওয়া কিছু উপকরণ জব্দ ও অন্য সরঞ্জাম বিকল করে দিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন।

সম্প্রতি বিভিন্ন পত্রিকায় অবৈধ কারখানা, পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে সংবাদ প্রকাশ হয়। এই সংবাদে অবৈধ কারখানার বিষাক্ত তরল পদার্থে পরিবেশ দুষণ ও গবাদি পশুর ক্ষতির প্রামাণ্য তথ্য-উপাত্ত ও এলাকাবাসীর অভিযোগসমূহ তুলে ধরা হয়। ঊধ্বর্তন কর্তৃপক্ষের চাপে ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থেকে সংবাদ প্রকাশের পরের দিনই অবৈধ কারখানায় অভিযান চালাতে ছুটে আসে পরিবেশ অধিদপ্তর।

অপরদিকে সংবাদ প্রকাশের পর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডা. এ,এম, খালেকুজ্জামানের নির্দেশে একটি দল উক্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পশু মালিকদের নাম ঠিকানা সংগ্রহ করেছেন এবং ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিলে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় সহায়তা করবেন জানান।

ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনক কান্তি দাশ জানান, অবৈধ কারখানার বিরুদ্ধে এজাহার জমা দেয়া হয়েছে।