খেলাফত মজলিস হাটহাজারী উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাটহাজারীতে বাংলাদেশ খেলাফত মজলিস হাটহাজারী উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি ওজাইর আহমদ হামিদির সভাপতিত্বে রোববার(২৩ মার্চ) পৌরসভার একটি রেষ্টুরেন্টে মাহফিল সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আলী ওসমান।

সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা মো. ফারুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনীর, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা জাফর আহমদ, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আহসান উল্লাহ মাষ্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা এমরান সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম, হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদ উল্লাহ, জাগৃতি’র সাধারণ সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদনা বিভাগ এর মাওলানা আনাস বিন আব্বাস, হাটহাজারী শাখার সভাপতি মাওলানা কবির আহমদ নোমানী, শ্রমিক মজলিস হাটহাজারী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ ফয়সাল।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি শাহ মোঃ শরিফুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মুফিদুল ইসলাম সাহেব, ডাঃ মোঃ আবু তৈয়ব, জসিম উদ্দিন বাবুল, মাওলানা জাহাঙ্গীর মেহেদী, গণঅধিকার পরিষদ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মোঃ শোয়েব, এবি পার্টি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সমন্বয়ক ন.ম জিয়াউল হক চৌধুরী, জাগৃতির সভাপতি মোঃ ওসমান হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম শিমুল, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম এ বাশার, সাংবাদিক জাহাঙ্গীর আলম, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, হাটহাজারী মেম্বার সমিতির সভাপতি জিয়া হায়দার, ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর জেলা শাখার প্রতিনিধি আজিজ মাদানীসহ বিশিষ্ট জন। শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ হোসাইন। ইফতার পূর্ব মূহুর্তে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস আল্লামা আলী ওসমান।