নাইক্ষ্যংছড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরন উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় বাইশারী বাজারে ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তার প্রতিনিধি উপসহকারী কৃষি অফিসার রফিকুল আলম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, সদস্য আবদুর রসিদ, ডিলার নুরুল ইসলাম, বাইশারী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল করিম বান্টু, সদস্য সচিব আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমির মোঃ ছলিম সেক্রেটারি আহসান হাবিব, বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি জাহিদ হোসেন রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিলার নুরুল ইসলাম জানান ৬৮১ জন কার্ডধারীদের মধ্যে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল বিতরন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত থাকবে।