রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ ব্যবসায়ীকে জরিমানা

শফিউল আলম,রাউজানঃরাউজান উপজেলার ব্যস্থতম পাহাড়তলী বাজার যৌথভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

(১৮মার্চ মঙ্গলবার) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমার নেতৃত্বে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা এবং উন্মুক্ত স্থানে তামাকজাত দ্রব্য রাখায় বিভিন্ন ব্যবসায়ীকে ১০ টি মামলায় মোট ১৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)।

এসময় থানা পুলিশ সদস্য, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপত্তা খাদ্য পরিদর্শক আতিকুর রহমান এবং পেশকার এলিন কান্তি দে ও উজ্জ্বল বড়ুয়া উপস্থিত ছিলেন।