শফিউল আলম, রাউজানঃ হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবকের মৃত্যু। চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৯) নামে ফটিকছড়ির এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের বড়দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দেলোয়ার ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগর চিকনছড়া এলাকার মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে সেইলর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াছিন জানান, ভোরে বড়দীঘিরপাড় এলাকায় রাস্তার ডিভাইডারের পাশে দেলোয়ারকে মোটরসাইকেলসহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারীর আলীফ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনা কীভাবে ঘটেছে, তা জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানায় স্থানীয়রা।











