রাঙ্গামাটিতে কৃষিজমিতে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বগাচতর ইউনিয়নে নিজেদের কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত জাবেদ আলী (২০) ওই ইউনিয়নের বগাচতর মুসলিম ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে।

লংগদু সদর হাসপাতালের চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার(১৭ মার্চ) সকালে জাবেদ পরিবারের সঙ্গে নিজেদের কৃষিজমিতে কাজ করতে যান। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে জাবেদের শরীর ঝলসে যায়। দ্রুত তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

লংগদু সদর হাসপাতালের চিকিৎসক মোস্তফা মনির বলেন, স্বজনরা হাসপাতালে আনার আগেই জাবেদের মৃত্যু হয়। তার শরীরের বেশকিছু অংশ বজ্রপাতে পুড়ে গেছে।