মিরসরাইয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চেয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাই উপজেলার শান্তিরহাট বাজারে ২ নং হিঙ্গুলী ও ৪ নং ধুম ইউনিয়ন কৃষকদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফেরানোর জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনা করেন এবং মিরসরাইয়ের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

হিঙ্গুলী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম ফারুকের সভাপতিত্বে ও ধুম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমান উল্লার সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডার, নজরুল ইসলাম লিটন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা এবং নির্বাচনকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়। পরে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়।