মির্জা ইমতিয়াজ শাওন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পাচ্ছেন দলের পরীক্ষিত নেতা আসলাম চৌধুরী—এমনটাই নিশ্চিত করেছে দলীয় একাধিক দায়িত্বশীল সূত্র। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় থাকা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি আপোষহীন ভূমিকার কারণে তাকে কেন্দ্রীয়ভাবে মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, সীতাকুণ্ডে বিএনপির সাংগঠনিক ভিত্তি পুনর্গঠন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় উপস্থিতি এবং ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আসলাম চৌধুরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে দলের হাইকমান্ড এই আসনে তার ওপর আস্থা রাখছেন।
উল্লেখ্য, চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাননি দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন।











