কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের বাসিন্দা স্বরূপ ভট্টাচার্য্যের (২৫) মরদেহ চট্টগ্রামের সাতকানিয়া রেললাইনে কাটা অবস্থায় পাওয়া গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে সে নিখোঁজ হয়। স্বজনরা তাকে অনেক খোঁজাখুজি করে এবং মোবাইল নাম্বারটি বন্ধ পায়। পরে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে ফোন পেয়ে তার আত্মীয়-স্বজনরা মৃত্যুর খবরটি নিশ্চিত হয়। নিহত স্বরূপ ভট্টচার্য্য কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের মৃত হীরণ ভট্টাচার্য্যের ছেলে। তিন ভাই বোনের মধ্যে সে মেজ ছেলে ছিল।
এদিকে, স্বরূপের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার আপন কাকা জ্যোতিময় ভট্টাচার্য্য বলেন, আমার ভাইপো স্বরূপ খুব ভাল ছেলে ছিল। সে কখনো আত্মহত্যা করতে পারেনা। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। পরিবারের আদরের ছেলে ছিল সে। গতরাতে সাতকানিয়া থেকে একজন ফোন করে জানায় যে ভাইপো স্বরূপের মরদেহ রেললাইনে কাটা অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে তার মরদেহ চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের কাছে রয়েছে।
স্বরূপ নিখোঁজ হওয়ার পূর্বে তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট পাওয়া যায় যেখানে পারিবারিক বিভিন্ন হতাশা ও আক্ষেপের কথা ফুটে উঠে।
অপরদিকে, কাপ্তাই উপজেলাধীন রাইখালী চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল আহমেদ জানান, ঘটনাটি যেহেতু অন্য থানা এলাকায় হয়েছে তাই আইনি কার্যক্রম তারাই সম্পন্ন করবেন।