আগ্রাবাদ ওয়ান্ডারল্যান্ড পার্কের আজ শুভ উদ্বোধন

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার নতুন রূপে চালু হচ্ছে আগ্রাবাদের শিশুপার্ক।

৬ ডিসেম্বর (শনিবার) বিকেল ৪টায় পার্কের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।পার্কটির বর্তমানে নামকরণ করা হয়েছে ওয়ান্ডারল্যান্ড পার্ক।

জানা যায়, এ বছর ওয়ান্ডারল্যান্ড গ্রুপ ২০ বছরের জন্য পার্কটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে ইজারা নেয়। পার্কে বর্তমানে ১৯টি রাইড রয়েছে। তবে আগামী এক বছরের মধ্যে ধীরে ধীরে নতুন আরও

১০টি রাইড যোগ হবে। প্রায় সাত একর জায়গাজুড়ে পার্কটি প্রতিষ্ঠিত। তবে এর বাইরে আরো দুই একর মত জায়গা রয়েছে। যেখানে রেস্টুরেন্ট ও একটি মাঠ রয়েছে।

আগ্রাবাদ এলাকায় অবস্থিত কর্ণফুলী শিশুপার্ক এক সময় ছিল শিশু-কিশোরদের বিনোদনের অন্যতম কেন্দ্র। সপ্তাহের ছুটির দিনে কিংবা উৎসবের সময়ে শিশুদের নিয়ে পার্কে সময় কাটাতো অসংখ্য পরিবার।

উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্টের পর আগ্রাবাদ শিশুপার্কটি বন্ধ হয়ে যায়।