মিরসরাইয়ে দারুল কোরআন মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই পৌরসদরের দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মাস্টার শিহাব উদ্দিন, মাদ্রাসার সেক্রেটারি ও সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য। তারা আরও উল্লেখ করেন, কোরআন শিক্ষায় দক্ষ একজন শিক্ষার্থী সমাজে আলো ছড়াতে পারে এবং দেশের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম। এজন্য পরিবার ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টাই শিক্ষার্থীদের সফলতার পথকে আরও সহজ করে।

অনুষ্ঠানে মাদ্রাসার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করা হয়।