শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কাউছার (২৯) নামে ফটিকছড়ির এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত কাউছার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের চাঁনপুর নতুন পাড়া এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। তিনি পেশায় গাড়িচালক।স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি থেকে বিদেশগামী যাত্রীদের নিয়ে একটি হাইস (মাইক্রোবাস) চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ফরহাদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি মিনি ট্রাকের সঙ্গে হাইসটির মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় হাইসচালক কাউছার ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নাজিরহাট পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সায়েদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় একজন মারা গেছেন, কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’










