চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণের সার্বিক তত্বাবধানে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে আমিরাবাদ রাজ মহল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন লোহাগাড়া উপজেলার সভাপতি আমিনুল হক-এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিল ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারী ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু তালেব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নূর হোসাইন, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোক্তার হোসেন সিকদার, গেষ্ট অব অনার হিসাবে বক্তব্য পেশ করেন লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফুর রহমান।
প্রধান মেহমান হিসাবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।
বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সভাপতি মাষ্টার আবদুস ছালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবুল কালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সেক্রেটারী মাওলানা মনির আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সিনিয়র সহ সভাপতি রফিক দিদার,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সহ সভাপতি আবদুল আলিম আবদুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা নির্মাণ বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সহ সেক্রেটারী ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মহি উদ্দিন আল আজাদের সঞ্চালনয় আরো বক্তব্য পেশ করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সহ সেক্রেটারী মাওলানা ছমি উদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক জালাল আহমদ, কাজী নুরুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা নাছির উদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নব নির্বাচিত শ্রমিক নেতা আবুল কাশেম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কলাউজান ইউনিয়ন সভাপতি মাস্টার সৈয়দ আহমদ সিকদার কার, হাইস ও নোহা ইউনিট সভাপতি আবু তাহের, জিয়া উদ্দিন জিকু,সেলিম উদ্দিন, ওসমান গনী প্রমুখ। শ্রমিক সমাবেশে শ্রমিক নেতা আমিনুল হক আমিনকে সভাপতি করে লোহাগাড়া উপজেলা পরিবহন সেক্টরের কমিটি ঘোষণা করা হয়।