শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রাম রাউজান উপজেলা কদলপুর ইউনিয়নের আওতাধীন ৯ নং ওয়ার্ড ভোমরপাড়ায় সম্প্রতি ভয়াবহ আগুনে ৩ টি পরিবারের সর্বস্ব পুড়ে নিঃস্ব হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, শীতবস্ত্র ও খাদ্য দ্রব্য বিতরণ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলার সম্মানিত সভাপতি, বৃহত্তর সুন্নি জোটের রাউজান আসনের মোমবাতি প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরীর নেতৃত্বে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার একটি টিম।
অধ্যক্ষ নূরী ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান ও সার্বিক সহযোগিতা অব্যহত রাখার আশ্বাস দেন।এসময় আরো উপস্থিত ছিলেন কদলপুর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সদস্য সচিব কায়সার পারভেজ চৌধুরী, ফ্রন্ট নেতা আবুল জলিল, মাওলানা শাহাদাত আলম,আবুল হাসান হারকানি,মোহাম্মদ জাফর, যুবনেতা ওয়াসিম আকরাম, রবিউল হোসাইন সুমন, যুবনেতা হামিদুল ইসলাম, মুহাম্মদ ইয়াসিন আরফাত, আব্দুস সাত্তার, মোহাম্মদ পারভেজ,মোহাম্মদ মান্না চৌধুরী ,এমরান হোসেন মুন্না, রাউজান ছাত্রসেনার সভাপতি কাজী কায়েছ উদ্দিন,ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি ডা.ফারহান উদ্দিন,দিলশাদ আরফাত,জাহেদুল ইসলাম,কাজী মুহাম্মদ আসিফ,কপিল উদ্দীন,আজিজুল হাসান হৃদয়,মোহাম্মদ সাকিব,মুহাম্মদ কাইসার আলম,মুহাম্মদ আজগর, মুহাম্মদ রিয়াদ,মোহাম্মদ ইউসুপ,মুহাম্মদ ইমন, মুহাম্মদ ইমরান সহ স্থানীয় নেতৃবৃন্দ।










