কর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণচেষ্টায় দুলাভাইকে গণধোলাই, অতঃপর আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৮ মার্চ) রাত ১টার দিকে উপজেলার চরপাথরঘাটার (৮ নম্বর ওয়ার্ড) ইছানগর গ্রামে এ ঘটনা ঘটে।

তবে বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার (১০ মার্চ) রাত ১১টার দিকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু তাহের।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফও বিষয়টি নিশ্চিত করেছেন।

গণধোলাইয়ের শিকার দুলাভাইয়ের নাম মো. ওমর ফারুক (২৮)। তিনি চরপাথরঘাটা (৪নং) সৈন্যারটেক পেঁজার বাপের বাড়ির মো. নাছিরের ছেলে। তিনি পেশায় কন্টেইনার গাড়ির চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১টার দিকে শ্যালিকার গায়ে হাত দেন দুলাভাই। ঘটনাটি তাদের মধ্যে পারিবারিকভাবে সমাধান হয়ে যায়। তবে গতকাল সোমবার রাতে প্রতিবেশী এক নারী বিষয়টি জানতে পেরে স্থানীয় যুবকদের সহায়তায় অভিযুক্ত ওমরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

জানা যায়, ভুক্তভোগী শ্যালিকার পরিবার সম্প্রতি কর্ণফুলীর ইছানগর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে। এ সুযোগে ওমর ফারুক শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযুক্তকে আটক করে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কর্ণফুলি থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন।