খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় এ কার্যক্রম চালায় সেনাবাহিনী।
ওই এলাকায় আগুনে পুড়ে যাওয়া একটি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ, সড়ক দুর্ঘটনায় আহত একজন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, পাহাড়ি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা এবং একটি অসচ্ছল পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও, চার শতাধিক পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি, মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি বিভাগের সহযোগিতায় গবাদি পশুর জন্যও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা ও জয়া ত্রিপুরা উপস্থিত ছিলেন।